নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: এগরা :: শুক্রবার ১০,অক্টোবর :: গোপন সূত্রে খবর পেয়ে এগরা থানার পুলিশ বিশেষ অভিযান চালিয়ে, এগরা থানার বেতা দুবদা রাস্তায় একটি ইঞ্জিন চালিত রিকশা সমেত প্রায় ৬ লক্ষ টাকার নিষিদ্ধ বাজি উদ্ধার করলো পুলিশ।এগরা থানার আইসি অরুণ কুমার খাঁ-এর নেতৃত্বে বুদ্ধদেব মান্না ও সমিরন দে নামে দুজন অফিসার সমেত এগরা থানার বিশাল পুলিশ বাহিনী এই অভিযান চালিয়ে নিষিদ্ধ বাজি সমেত দুজন বাজি কারবারিকে গ্রেপ্তার করে। ধৃতদের বাড়ি এগরা থানার উত্তর তাজপুর এলাকায়।
পুলিশ সূত্রে জানা গেছে, ওড়িশা থেকে বেআইনি নিষিদ্ধ বাজি পানিপারুল দুবদা রাস্তা দিয়ে বেতা যাওয়ার সময় হাতে নাতে ধরে এগরা থানার পুলিশ। আর কোন কোন পথ দিয়ে এইভাবে বেআইনি বাজি রাজ্যে ঢুকছে, তল্লাশি চালাচ্ছে পুলিশ। কালি পূজোর আগে এলাকায় যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, নজর রাখছে পুলিশ।