নিজস্ব প্রতিনিধি :: সংবাদ প্রবাহ :: দুর্গাপুর :: বৃহস্পতিবার ২৯,জানুয়ারি :: ফের বিস্ফোরক মন্তব্য বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের। বর্ধমান–দুর্গাপুর লোকসভা আসনে হারের জন্য দলের সাংগঠনিক দুর্বলতাকেই দায়ী করলেন তিনি।
দিলীপ ঘোষ বলেন, মেদিনীপুরে পাঁচ বছর ধরে মানুষের সঙ্গে মিশে কাজ করলেও খুব কম সময়ের মধ্যে বর্ধমান–দুর্গাপুরে তাঁকে প্রার্থী করা হয়েছিল, যার ফলে সংগঠনের ঘাটতি কাটানো সম্ভব হয়নি।
দুর্গাপুরের সিটি সেন্টার থেকে গান্ধীমোড় পর্যন্ত মর্নিং ওয়াকের পর চা চক্রে অংশ নিয়ে তিনি এই মন্তব্য করেন।

