নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: পাকুড় :: সোমবার ২৮,আগস্ট :: ফের বন্দে ভারত এক্সপ্রেস পাথর ছুড়ে হামলা, ভাঙলো বন্দে ভারত এক্সপ্রেস এর জানালা। সি – ৪ বগিতে এই ঘটনা ঘটে। আতঙ্কিত হয়ে পড়ে বন্দে ভারত এক্সপ্রেস এর যাত্রীরা।
অল্পের জন্য রক্ষা পায় অসিত দাস নামে এক যাত্রী, বিহার রাজ্যের পাকুড় স্টেশন পার হয়ে ঘটনা ঘটে। হাওড়া থেকে ছাড়ার পর সকাল ন’টা নাগাদ এই ঘটনা ঘটে।