ফের বোমা বিস্ফোরণ বীরভূমে – দক্ষিণ সিজা গ্রামের শেখ ফিরোজ এর বাড়িতে বেশ কিছু বোমা মজুদ রাখা ছিল, ব্লাস্ট হয়ে যায় সেই বোমা

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: সাঁইথিয়া :: শনিবার ২৬,এপ্রিল :: ফের বোমা বিস্ফোরণ বীরভূমে। কিছুদিন আগে বাড়ির চিলেকোঠার মধ্যে মজুদ রাখা বোমা বিস্ফোরণে হাত উড়েছিল মারগ্রামের এক ব্যাক্তির। আর আজ হঠাৎ শুক্রবার সকালে বীরভূমের সাঁইথিয়া বিধানসভার হাতোরা গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ সিজা গ্রামে ফের বোমা বিস্ফোরণ।

আজ ভোর পাঁচটা নাগাদ এই বিস্ফোরণ হয় বলে জানা যায়। দক্ষিণ সিজা গ্রামের শেখ ফিরোজ এর বাড়িতে বেশ কিছু বোমা মজুদ রাখা ছিল। ব্লাস্ট হয়ে যায় সেই বোমা।

তারপর তড়িঘড়ি তার বাড়ির জিসিপি দিয়ে জায়গা গুলো সমান করে দেওয়া হয় বলে জানা যায়। বোমা বিস্ফোরণের ক্ষতিগ্রস্ত হয় তার বাড়ির দেওয়ালের কিছু অংশ।

শেখ ফিরোজের বাড়ির পুরুষরা বাড়ি থেকে পলাতক। বাড়ির মেয়েদের দাবি বাইরে কাজে গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সাঁইথিয়া থানার পুলিশ। কে বা কারা কি উদ্দেশ্যে এই বোমা মজুদ রেখেছিল তার পুরো বিষয়টির তদন্ত শুরু করেছে সাঁইথিয়া থানার পুলিশ।

ঘটনাস্থলের মোতায়েন করা হয়েছে সাঁইথিয়া থানার বিশাল পুলিশ বাহিনী।পুলিশ তার তদন্ত করছে। এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার বা আটক করা হয়নি বলে পুলিশ সূত্রের খবর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four + fifteen =