নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: তমলুক :: ১৭,মে :: রাজ্যে ফের ব্রিজ দুর্ঘটনা। এবার ব্রিজ ভেঙে পড়লো পূর্ব মেদিনীপুর জেলার তমলুক শহরে। গত কয়েকদিন ধরেই তমলুক পুরসভার অন্তর্গত ১৪ নম্বর ওয়ার্ডের একটি ব্রিজ মেরামতের কাজ চলছিল। সেই কাজ চলাকালীন বুধবার বেলার দিকে আচমকা হুর মুড়িয়ে ভেঙে পড়ে গোটা ব্রিজটি।
ঘটনায় ব্রিজের মধ্যেই চাপা পড়ে যায় দুইজন শ্রমিক। এই ঘটনায় ঘটনাস্থলে তড়িঘড়ি ছুটে আসে দমকল এবং পুলিশ। স্থানীয় সূত্রে খবর, তমলুক পুরসভার ১৪ নম্বর এবং ৪ নম্বর ওয়ার্ডের সংযোগস্থলে গঙ্গা খালি এলাকায় একটি কংক্রিটের ব্রিজ রয়েছে। দীর্ঘদিনের এই ব্রিজটি সম্প্রতি নড়বড়ে হয়ে পড়েছিল। এমন পরিস্থিতিতে পুরসভার তরফ থেকে বর্ষার আগে সারাইয়ের কাজ শুরু করা হয়।
সেই মেরামতের কাজ চলাকালীন আচমকা বুধবার দুপুরে ভেঙে পড়ল গোটা ব্রিজটি। বিকট আওয়াজ শুনতে পেয়ে সঙ্গে সঙ্গে স্থানীয় মানুষজনেরা ছুটে আসেন ওই এলাকায়। খবর দেয়া হয় তমলুক থানার পুলিশ এবং দমকলে। ব্রিজের নিচে চাপা পড়ে যাওয়া দুইজন শ্রমিককে উদ্ধার করতে কার্যত হিমশিম খেয়ে যায় দমকল কর্মীরা।
কিছু সময় পরে আহত অবস্থায় একজন শ্রমিককে উদ্ধার করা গেলেও অপর শ্রমিককে উদ্ধার করতে বেশ বেগ পেতে হয়। দীর্ঘ বেশ কয়েক ঘন্টার চেষ্টায় অবশেষে অপর শ্রমিককে উদ্ধার করা হয়। বর্তমানে তারা তমলুক মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনা শোনার পরেই হাসপাতালে আহতদের দেখতে যান প্রাক্তন মন্ত্রী তথা তমলুকের বিধায়ক সৌমেন কুমার মহাপাত্র।