ফের মধ্যযুগীয় বর্বরতা ! মালদহে ডাইনি সন্দেহে গৃহবধূকে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: শুক্রবার ২৮,মার্চ :: ফের মধ্যযুগীয় বর্বরতা ! ডাইনি সন্দেহে গৃহবধূকে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ। স্থানীয়দের তৎপরতায় প্রাণে বাঁচলেন গৃহবধূ। ঘটনাটি ঘটেছে মালদহের ইংলিশ বাজার ব্লকের যদুপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের জহরাতলা গোবিন্দপুর এলাকায়।

ঘটনায় পুলিশ ওই গৃহবধুর পুত্রবধূ সহ তার এক আত্মীয় কে আটক করেছে পুলিশ। গৃহবধূর অভিযোগ, কয়েক বছর আগে তার দুই ছেলে পরপর অসুস্থ হয়ে মারা যায়। এরপর থেকেই তাকে ডাইনি অপবাদ দেয় তার পুত্রবধূ।

এছাড়াও তার ছেলে এবং পুত্রবধূর মধ্যে মাঝে মধ্যেই কলহ লেগে থাকে। সেই ক্ষেত্রেও তাকে ডাইনি অপবাদ দেওয়া হয়। ডাইনি অপবাদে মাঝে মধ্যেই মারধর করা হয় তাকে। এদিন তাকে ডাইনি অপবাদ দিয়ে পুড়িয়ে মারার চেষ্টা করছিল তার পুত্রবধূ। লোকজন চলে আসাই প্রাণে বাঁচেন তিনি।

এই ঘটনায় ইংলিশ বাজার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি। তবে যদিও গৃহবধূর ছেলের দাবি এটি একটি পারিবারিক গন্ডগোল। এই বিষয়ে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ মালদা শাখার সভাপতি সুনীল দাস জানান, ডাইনি সন্দেহে খুন বা পুড়িয়ে মারার চেষ্টা প্রকৃতি পক্ষে এই ধরনের ঘটনা আমাদের জেলায় নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 + sixteen =