নিজস্ব সংবাদদাতা ;: সংবাদ প্রবাহ :: দুর্গাপুর :: শুক্রবার ২,ফেব্রুয়ারি :: ফের মাথা চাড়া দিল ভূমি উচ্ছেদ রক্ষা কমিটির আন্দোলন। দুর্গাপুরের ৩৭ নম্বর ওয়ার্ডের ডিটিপিএস কলোনির বস্তির সামনে রাষ্ট্রায়ত্ব কারখানা সম্প্রসারণের কাজ চলছিল। কংক্রিটের প্রাচীর দেওয়ার কাজ চলছিল। চলছিল কংক্রিটের পিলার দেওয়ার কাজও।
পুনর্বাসনের দাবিতে রাষ্ট্রায়াত্ত দুর্গাপুর থার্মাল পাওয়ার স্টেশনের সম্প্রসারনের কাজ বন্ধ করে নির্মাণ ভেঙে আন্দোলনে বস্তিবাসীরা। বাধা দিতে গেলে সিআইএসএফ বাহিনীকে ঘেরাও করে বিক্ষোভ শুরু করে দেন তাঁরা। আন্দোলনের জেরে পিছু হাঁটে সিআইএসএফও। ব্যাপক উত্তেজনা সামাল দিতে ঘটনাস্থলে দুর্গাপুর থানার বিশাল পুলিশ বাহিনী। পুলিশের সাথে তুমুল বচসা শুরু হয়।