ফের মালদহে মানবিকতার পরিচয় দিল এক সিভিক ভলেন্টিয়ার।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: সোমবার ১৫,এপ্রিল :: ফের মানবিকতার পরিচয় দিল এক সিভিক ভলেন্টিয়ার। মুহূর্ত রুগীর হারিয়ে যাওয়া নগদ টাকা ফিরিয়ে দিল মালদা মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত এক সিভিক ভলেন্টিয়ার। উল্লেখ্য পুরাতন মালদা থানার সাহাপুর শিব মন্দিরের এক বৃদ্ধ জ্বর নিয়ে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সঙ্গে রয়েছেন তার স্ত্রী সুমিতা সিংহ। স্বামীর ঔষধ কেনার জন্য বাড়ি থেকে নগদ সাড়ে তিন হাজার টাকা নিয়ে এসেছিল মালদা মেডিকেলে। সেই সময় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নগদ টাকাটি পড়ে যায় ওই বৃদ্ধার হাত থেকে।

অন্যান্য দিনের মত মালদা জেলার ইংরেজবাজার থানার অন্তর্গত খাসকোল এলাকার গৌতম চৌধুরী নামে এক ভলেন্টিয়ার মালদা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে কর্মরত ছিলেন। সেই সময় নজরে আসে পড়ে রয়েছে জরুরি বিভাগের সামনে একটি মানিব্যাগ। ব্যাগ খুলতেই লক্ষ্য করা যায় ব্যাগের ভেতরে রয়েছে নগদ সাড়ে তিন হাজার টাকা।

পরে নজরে আসে ওই বৃদ্ধা কান্নাকাটি করছে মেডিকেল কলেজ হাসপাতালের সামনে। ছুটে গিয়ে সিভিক ভলেন্টিয়ার সমস্ত ঘটনা শুনে তার হাতে সেই হারিয়ে যাওয়া মানিব্যাগ সহ টাকা তুলে দেন। শুধু আজ নয়, পুলিশ সূত্রে খবর নিয়ে দেখা যায় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে বিগত এক বছর আগে প্রায় সাড়ে আট হাজার টাকা ওই সিভিক ভলেন্টিয়ার কর্মরত অবস্থায় পড়ে পাওয়া এক রোগীর টাকা পেয়ে ফিরিয়ে দিয়েছিল।

এইদিকে সুমিতা সিংহ নামে ওই বৃদ্ধা জানান যে তার স্বামীকে আজ সকালে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে জ্বর নিয়ে ভর্তি করেছিলেন । স্বামীর ঔষধের খরচের জন্য বাড়ি থেকে প্রায় সাড়ে তিন হাজার টাকা নিয়ে এসেছিলেন ।

কিন্তু সেই টাকা মালদা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের সামনে পড়ে যায়। এইভাবে ভাবতে পারিনা যে আজকের দিনেও কেউ টাকা পেলে ফিরিয়ে দেয় । আমি মালদা জেলা পুলিশ প্রশাসন সহ কর্মরত ওই সিভিক ভলেন্টিয়ার কে অসংখ্য ধন্যবাদ জানাই ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 − 2 =