নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মুর্শিদাবাদ :: বৃহস্পতিবার ৩০,জানুয়ারি :: ফের মুর্শিদাবাদের বড়ঞায় উদ্ধার তাজা বোমা । বড়ঞা থানার পুলিয়া গ্ৰামে মাঠের মধ্যে থাকা একটি পোল্ট্রি ফার্ম ব্যাগ ভর্তি এই বোমা গুলি দেখতে পায় গ্ৰামবাসিরা । পরে খবর দেওয়া হয় বড়ঞা থানায় পুলিশ গিয়ে নিশ্চিত করে বোমা গুলি ।
পরে থানার পক্ষ থেকে খবর দেওয়া হয় বোম স্কোয়াড কে যদিও এই ঘটনায় কে বা কারা জরিত সে বিষয়ে এখনো কোনো স্পষ্ট বার্তা পাওয়া যায়নি পুলিশের কাছে ঘটনায় এখোনও কোনো আটক বা গ্ৰেফতার না থাকলেও ঘটনার তদন্ত শুরু করেছে বড়ঞা থানার পুলিশ