নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কলকাতা :: শুক্রবার ২৯,আগস্ট :: ফের লেদার কমপ্লেক্স এলাকায় কুপিয়ে খুন। প্রাথমিক অনুমান সম্পর্কে টানা পড়ানোর জেরে খুনের চেষ্টা ।
S.M ইন্টারন্যাশনাল চামড়ার কারখানায় কাজ করতো বিলকিস। গতকাল সন্ধ্যে সাড়ে ছটা নাগাদ তার কারখানা থেকে ছুটি হয়। যখন তিনি বাইরে বের হন অজ্ঞাত পরিচয় দুই ব্যক্তি বাইক করে এসে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে বিলকিসকে।বিলকিস বিবি যে কারখানায় কাজ করত সেই কারখানার কর্মীরা আওয়াজ শুনে বাইরে বের হন। বেসরকারি হাসপাতালে প্রথমে তাকে নিয়ে যাওয়া হয় এবং সেখান থেকে এস এস কে এম এ নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে।
ঘটনায় একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে লেদার কমপ্লেক্স থানার পুলিশ। পুলিশ সূত্রের খবর সম্পর্কে টানাপোড়েনের জেরে এই খুন । বিলকিস বিবির স্বামী করিম গাজী। করিম এবং বিলকিস উভয়েরই এটি দ্বিতীয় বিয়ে ।