নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কোলকাতা :: শনিবার ২৯,মার্চ :: ফের শহরে দুঃসাহসিক চুরি। ঘটনাস্থল দক্ষিণ কলকাতা বাসদ্রনি। বাদুড়ি থানা থেকে ৫০ মিটার দূরত্বে সুজিত রায়ের বাড়ি থেকে ৩০০০০ টাকার মতন চুরি করলেন এক অজ্ঞাত পরিচয়ের মহিলা।
পরিবারের তরফে বাঁশদ্রোনি থানায় অভিযোগ দায়ের করা হলেও এখনো পর্যন্ত কোনো গ্রেফতারি হয়নি। এক অজ্ঞাত পরিচয়ের মহিলা বাড়ির সিড়ি বেয়ে দোতলার ঘর পর্যন্ত উঠে যায় ।
ঘরে সুজিত রায়ের বউ শুয়ে ছিলেন এবং কিছুদিন আগে তার গায়ে গরম চা পড়ে গা পুড়ে যায়। অজ্ঞাত পরিচয়ের মহিলা নিজের পরিচয় দেয় তাদেরই পরিবারের এক পরিজনের নাম করে। তারপরেই লুটপাট চালায় ওই মহিলা।