নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কলকাতা :: বৃহস্পতিবার ২১,আগস্ট :: ফের শহর কলকাতা গতির ছবি ধরা পড়ল। এবার দুর্ঘটনাস্থল দক্ষিণ কলকাতার বেহালা অঞ্চলের জেমস লং সরণী। বেহালার দিক থেকে ঠাকুরপুকুর দিকে যাচ্ছিল একটি চার চাকার লাল গাড়ি।
গতি বেশি থাকায় ধাক্কা মারে সজরে। ধাক্কার সময় গাড়ির গতি এতটাই বেশি ছিল যে গাড়ি পাল্টি খেয়ে যায় এবং গাড়ির ভেতরে চালক আটকে পড়েন। পরে ঘটনা স্থলে আসে পুলিশ এবং গাড়ি থেকে চালককে বের করা হয়। চালক মদ্যপ অবস্থায় ছিলেন কি না তাও খতিয়ে দেখছে পুলিশ ইতিমধ্যে গাড়ির চালককে হাসপাতালে ভর্তি করা হয়েছে।