নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মেমারি :: বৃহস্পতিবার ১১,সেপ্টেম্বর :: ফের শিরোনামে উঠে এলো কলেজের ছাত্র সংগঠন। এবারে ঘটনাস্থল পূর্ব বর্ধমান জেলার মেমারি।
অভিযোগ এলাকার তৃণমূল কংগ্রেসের এলাকার ছেলেরা কলেজের দখলদারী নিতে কলেজের ছাত্রদের হুমকির পাশাপাশি তাদের ওপর আক্রমণ করা হয়। যার ফলে আহত হয়েছেন কলেজের ফাইনাল ইয়ারের বেশ কিছু ছাত্র।
ঘটনার খবর শুনে কলেজে এসে পৌঁছায় মেমারি থানার বিশাল পুলিশ বাহিনী। দুপক্ষের সাথে আলাপচারিতায় পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করা হয়।
আহত ছাত্রদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে। অভিযোগ গ্রহণ করে তদন্ত শুরু করেছে পুলিশ। তবে এই বিষয়ে কলেজ কতৃপক্ষ কোন মন্তব্য করতে চাননি।