নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: আসানসোল :: ২৮শে,এপ্রিল :: আসানসোল পৌরনিগমের অন্তর্গত জিটি রোডের দুই ধারে গির্জা মোড় থেকে চেলিডাঙ্গা পর্যন্ত যে সমস্ত অস্থায়ী দোকান গড়ে উঠেছিল সেই দোকানগুলিকে বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হলো। পৌরনিগমের ইঞ্জিনিয়ার, পৌরকর্মী এবং পুলিশকে সঙ্গে নিয়ে শুক্রবার সকাল থেকে এই অপারেশন চলে। প্রায় ৬০ টির বেশি দোকানকে ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয়।
পৌরনিগমের ইঞ্জিনিয়ার আর কে শ্রীবাস্তব জানিয়েছেন একমাস আগে এই দখলদারদের বিরুদ্ধে নোটিশ জারি করা হয়েছিল এছাড়াও বেশ কয়েকদিন ধরে মাইকিং করা হয়েছে তারপরেই এই সিদ্ধান্ত। যদিও প্রশ্ন উঠেছে আসানসোল হটন রোড থেকে রাহালেন পর্যন্ত ফুটপাত দখল করে থাকা মানুষদের কেন ওঠানো হচ্ছে না শুধুমাত্র জি টি রোড এই দখলদারীদের কেন ওঠানো হচ্ছে। এ প্রশ্নের উত্তরে ইঞ্জিনিয়ার জানান পৌরনিগম কর্তারা যেমন সিদ্ধান্ত নিয়েছেন সেই সিদ্ধান্ত অনুযায়ী কাজ করা হচ্ছে।