নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: গেদে :: শনিবার ৮,জুন :: শুক্রবার গভীর রাতে বিএসএফের কাছে গোপন সূত্রে খবর আসে।সেই খবর পাওয়ার পর বিএসএফ বিশেষ অভিযান চালায় এবং সেই অভিযান চালিয়ে সীমান্তের কাছে কাজিবাগান নামে একটি জায়গা থেকে উদ্ধার হয় এই বিপুল পরিমাণ সোনার বিস্কুট I এই সোনার বিস্কুট বাংলাদেশ থেকে পাচারকারীরা ভারতে পাচার করার উদ্দেশ্যে আসে বলে বিএসএফ সুত্রে খবর।
সোনা পাচার করার সময় বিএসএফের কর্তব্যরত জওয়ানরা দেখতে পায় সোনা পাচার হতে এবং তৎক্ষণাৎ চোরাচালানকারীদের ধাওয়া করলে তারা সোনার বিস্কুট ফেলে রেখেই পালিয়ে যায়। এই সোনার বিস্কুটের ওজন ৪ কেজি ৪৫২ গ্রাম। যার আনুমানিক বাজার মূল্য ৩ কোটি টাকার বেশি।
উদ্ধার হওয়া এই সোনার বিস্কুট গুলো শবিবার শুল্ক দফতরের হাতে তুলে দিল বিএসএফ। সীমান্ত এলাকায় বিপুল পরিমাণ সোনা উদ্ধার বিএসএফের একটা বড় সাফল্য বলে মনে করা হচ্ছে I