নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হাওড়া :: ২০শে, মার্চ :: ফের হাওড়া স্টেশন থেকে উদ্ধার কয়েক লক্ষ টাকা। এবার উদ্ধার হয়েছে প্রায় বত্রিশ লক্ষ আশি হাজার টাকা। আরপিএফ এর ‘সতর্ক’ অভিযানে একই দিনে দু’দফায় হাওড়া স্টেশন থেকে উদ্ধার হয়েছে ওই বিপুল পরিমাণ টাকা।
শনিবার হাওড়া স্টেশনে আরপিএফ এর ক্রাইম ইন্টেলিজেন্স ব্রাঞ্চ এবং ক্রাইম প্রিভেনশন ও ডিটেকশন স্কোয়াডের আধিকারিকরা তল্লাশি চালায়। প্রথমে হাওড়া স্টেশনের ওল্ড কমপ্লেক্সে ৯ নম্বর প্ল্যাটফর্মে এক ব্যক্তিকে আটক করা হয়। পশ্চিম মেদিনীপুরের ঘাটালের বাসিন্দা বিধান চন্দ্র কুমার(৪৫) নামের এক ব্যক্তির কাছে থাকা ব্যাগ থেকে পাওয়া যায় নগদ কুড়ি লক্ষ টাকা।
এরপর আরও এক ব্যক্তিকে আটক করে আরপিএফ। তার কাছ থেকে পাওয়া যায় বারো লক্ষ আশি হাজার টাকা। দুজনেই এই টাকার কোনও বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। আটক দুই ব্যক্তি ও উদ্ধার হওয়া সব টাকা তুলে দেওয়া হয়েছে কলকাতা কাস্টমস ডিপার্টমেন্টের হাতে।