নিজস্ব সংবাদদাতা :: কালিঝোরা :: উলুবেড়িয়া :: সংবাদ প্রবাহ :: ফের স্তব্ধ ১০ নম্বর জাতীয় সড়ক। সোমবার ভোর রাতে কালিঝোরার কাছে ধস নামে জাতীয় সড়কের ওপর। ফলে সকাল থেকেই সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গিয়েছে সিকিম সংযোগকারী জাতীয় সড়কে যানচলাচল। জানাগেছে, রবিবার বিকেলে ধস নেমেছিল কালিঝোরা পেড়িয়ে বিরিকধারার কাছে। বিকেলেই সেখানে ধস সরিয়ে জাতীয় সড়ক দিয়ে যানচলাচল স্বাভাবিক করে জেলাপ্রশাসন। ফের আজ ভোরে একই জায়গায় বড়সড় ধস নামে। ফলে সম্পূর্ণভাবে স্তব্ধ হয়ে পড়ে ১০ নম্বর জাতীয় সড়ক। সড়ক বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় জাতীয় সড়কের ওপর দাঁড়িয়ে রয়েছে সারিসারি গাড়ীর লাইন।
এদিন সকাল থেকেই যুদ্ধকালীন তৎপরতায় জাতীয় সড়কের ওপর থেকে আর্থমুভার লাগিয়ে ধস সরানোর কাজ শুরু করেছে সংশ্লিষ্ট দপ্তর। আশা করা হচ্ছে দুপুরের মধ্যেই ধস সরিয়ে যানচলাচল স্বাভাবিক করা সম্ভব হবে সিকিমের এই লাইফলাইনে। বর্তমানে কালিম্পং ও পার্শ্ববর্তী রাজ্য সিকিমের গাড়িগুলি ঘুরপথে আসছে শিলিগুড়িতে।