নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হাওড়া :: শুক্রবার ৫,ডিসেম্বর :: ফের SIR এর কাজের চাপে অসুস্থ বিএলও । ডোমজুরের বাঁকড়ার একটি স্কুলের শিক্ষক। নদিয়ার কৃষ্ণনগরের বাসিন্দা ওয়াসিম পরভেজ গুরুতর অসুস্থ হয়ে ভর্তি হাওড়ার বেসরকারি হাসপাতালে।
SIR ডিউটি পড়ার সময় জেলাশাসকে জানিয়েও হয়নি কোনো সুরাহা। একবছর আগেই অস্ত্রোপচার হয় শিক্ষকের তারপরেও SIR এর কাজের চাপ। ডোমজুড় বিধানসভার ১৪৮ পার্ট এর বিএলও |

