নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: পূর্ব বর্ধমান জেলার সর্ব প্রথম নির্মিত হল ফেলে দেয়া প্লাস্টিক দ্বারা পিচ রাস্তা। পূর্ব বর্ধমান জেলার মেমারি দু নম্বর ব্লকের অন্তর্গত বোহার দু’নম্বর গ্রাম পঞ্চায়েতে অধীনে জানকী দোকান থেকে শক্তি সিংহ রায়ের বাড়ি পর্যন্ত প্রায় ৭৪০ মিটার দৈর্ঘ্য আই, এস ,জি,পি,পি প্রকল্প ও ব্লক প্রশাসনের সহায়তায়।
২০২১-২২ পঞ্চদশ অর্থ কমিশনের অর্থে ২২,৬৪,২০২ টাকা ব্যয় রাস্তা নির্মিত হয়েছে বলে জানালেন বুধবার ভারপ্রাপ্ত পঞ্চায়েত প্রধান রেভানা ইয়াসমিন। এই রাস্তাটি থেকে প্রায় ১,৪০০ ছাত্র-ছাত্রী ও ২৬০টি পরিবার উপকৃত হবে বলে জানা যায়।
মঞ্চে প্রদীপ প্রজ্জলন মাধ্যমে অনুষ্ঠানে শুভ সূচনা করেন পঞ্চায়েত সমিতির সভাপতি মামুনি মুর্মু ও সহ-সভাপতি অমর সাহা।
ফলক ও পিচরাস্তা ফিতে কেটে উদ্বোধন করেন মেমারি দু’নম্বর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক সৈকত মাজি ও পঞ্চায়েতের ভারপ্রাপ্ত প্রধান রেভানা ইয়াসমিন ।