ফেসবুকে ভারত বিরোধী স্লোগান, যুবককে ধরে পাকিস্তানের পতাকার উপর দাঁড় করিয়ে কান ধরে ওঠবোস করিয়ে পুলিশের হাতে তুলে দিল বিজেপি

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বাঁকুড়া :: মঙ্গলবার ১৩,মে :: সামাজিক মাধ্যমে লাগাতার ভারত বিরোধী এবং পাকিস্তানকে সমর্থন জানিয়ে ছবি ও লেখা পোস্ট করায় এবার যুবককে ধরে পাকিস্তানের পতাকার উপরে দাঁড় করিয়ে কানধরে উঠবোস করিয়ে প্রশাসনের হাতে তুলে দিল স্থানীয় বিজেপি কর্মীরা। ঘটনা বাঁকুড়ার বড়জোড়া বাজার এলাকায়।

ধৃত যুবক ইমরান শেখ ওরফে সম্রাটকে আজ বাঁকুড়া জেলা আদালতে পেশ করে পুলিশ। পুলিশ ও স্থানীয়সূত্রে জানা গেছে মুর্শিদাবাদের চাঁদপাড়া রঘুনাথগঞ্জ এলাকা থেকে ফেরি করার উদ্যেশ্যে বেশ কিছুদিন আগে বাঁকুড়ার বড়জোড়া এলাকায় ফেরিওয়ালার কাজ করতে এসেছিল দুই যুবক।

ওই দুই যুবকের মধ্যে ইমরান শেখ ওরফে সম্রাট নামের এক যুবক ভারত পাক যুদ্ধ পরিস্থিতিতে পাকিস্তানকে সমর্থন জানিয়ে নিজের সামাজিক মাধ্যমের একাউন্ট থেকে ছবি ও লেখা পোস্ট করে।

ভারতের প্রতি অসম্মানজনক কথাও লেখা হয় তার প্রোফাইলে। বিষয়টি নজরে আসতেই গতকাল সন্ধ্যায় ইমরান শেখ ওরফে সম্রাট নামের এক যুবক ও তার সঙ্গীকে ধরে প্রথমে পাকিস্তানের পতাকার উপর দাঁড় করায় স্থানীয় বিজেপি কর্মীরা। এরপর ওই দুই যুবককে কান ধরে উঠবোস করতে বাধ্য করা হয়। হিন্দুস্তান জিন্দাবাদ ও পাকিস্তান মুর্দাবাদ বলতেও বাধ্য করা হয় তাদের।

এরপরই ওই দুই যুবককে তুলে দেওয়া হয় বড়জোড়া থানার পুলিশের হাতে। রাতেই বড়জোড়া থানার পুলিশ ইমরান শেখ ওরফে সম্রাটকে গ্রেফতার করে। ধৃতের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ১৯৬, ১৯৭(১)(সি), ১৫২,৩৫২ ও ৩৫৩ (১) নম্বর ধারায় মামলা রুজু করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen − eleven =