নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কলকাতা :: বুধবার ৯,অক্টোবর :: কলকাতার বিশিষ্ট চিত্রশিল্পী স্বাতী ঘোষ এবার ফ্রান্সের প্যারিসে ‘আর্টস-সায়েন্স-লেট্রেস’ এসোসিয়েশনের উদ্যোগে ‘ডিলপ্লোমে ডি মেডিয়াল ডি ইটেন’ পুরষ্কারে ভূষিত হলেন।
চিত্রশিল্প ক্ষেত্রে উল্লেখ্যোগ্য অবদানের জন্যে প্রতি বছর এই পুরষ্কার দেওয়া হয় পৃথিবীর বিভিন্ন দেশের চিত্রশিল্পী দের। স্বাতী ঘোষকে একমাত্র ভারতীয় শিল্পী হিসাবে এই পুরষ্কার তুলে দেওয়া হয় গত ৬ অক্টোবর ফ্রান্সের প্যারিসে এক অনুষ্ঠানে।
দেশ বিদেশের বহু শিল্পী ও কলাকুশলী এই পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। পুরস্কার পেয়ে অভিভূত স্বাতী ঘোষ জানান, শুধুমাত্র ভারতবর্ষেই নয়, বিভিন্ন দেশে বহু বছর ধরে তার সৃষ্টি শিল্পকর্মের জন্য পুরস্কৃত হয়েছেন তিনি। ফ্রান্স এবং ইতালিতে বহুদিন ধরে চলেছে তার চিত্র প্রদর্শনী। বিশ্বের বিভিন্ন বিষয়ের উপর আঁকা তার শিল্প কর্মের উপর ভিত্তি করেই তাকে এই পুরস্কার দেওয়া হল। তিনি খুবই খুশি।