নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বালুরঘাট :: শনিবার ৩১,আগস্ট :: বংশীহারিতে আদিবাসী স্কুল ছাত্রীকে ধর্ষণের ঘটনায় আহত নাবালিকার সঙ্গে দেখা করলেন রাজ্যের চাইল্ড রাইট কমিশনের মহিলা সদস্যরা। শনিবার দুপুরে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে পৌঁছান রাজ্যের চাইল্ড রাইট কমিশনের মহিলা আধিকারিক তুলিকা দাস সহ দুই সদস্যর এক প্রতিনিধি দল।
আহত নাবালিকার সঙ্গে দেখা করে বেশ কিছুক্ষণ কথাও বলেন তিনি।একইসাথে নাবালিকার শারীরিক পরিস্থিতি ও মানসিক সক্ষমতা কতটা রয়েছে সে ব্যাপারেও খোঁজ নেন তারা। শুধু তাই নয় সুস্থ হবার পরে নাবালিকা যেন স্বাভাবিক ভাবে জীবন যাপন করতে পারেন সেই বিষয়গুলি নিয়েও এদিন নাবালিকার সঙ্গে কথা বলেছেন রাজ্যের চাইল্ড রাইট কমিশনের আধিকারিক।
তবে পক্সো আইনের মাধ্যমে অভিযুক্ত যুবক যে কঠোরতম সাজা পেতে চলেছে তারও ব্যাখ্যা এদিন দিয়েছেন চাইল্ড রাইট কমিশনের সদস্যরা।