নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: পূর্বস্থলী :: রবিবার ২০,এপ্রিল :: বছর তিনেক আগে তৈরি হয়েছিল রাস্তা। আর তিন বছরের মধ্যেই সেই রাস্তার অবস্থা বেহাল, গোটা রাস্তার মধ্যে মাঝে মধ্যেই খানাখন্দে ভরা, রাস্তার অবস্থা একদমই চলাচলের অযোগ্য। রাস্তার অবস্থা যে বেহাল পঞ্চায়েতের উপপ্রধান তা এদিন অকপটে স্বীকার করে নিয়েছেন ।
পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী ১ নম্বর ব্লকের বকপুর পঞ্চায়েতের অন্তর্গত নওপাড়া থেকে চক বামন গড়িয়া পর্যন্ত দীর্ঘ ১১ কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল, বর্ষার সময় এই রাস্তা দিয়ে চলাচল একেবারেই অসম্ভব হয়ে ওঠে, গ্রামবাসীরা জানাচ্ছেন এই রাস্তা দিয়ে ৩৮ গ্রামের মানুষ যাতায়াত করেন প্রতিদিন।
পূর্ব বর্ধমান জেলার নাদনঘাট রামপুরিয়া হাই স্কুল, নাদনঘাট গার্লস হাই স্কুল এবং নাদনঘাট হাই স্কুলের ছাত্র-ছাত্রীরা এই রাস্তা দিয়ে স্কুলে যান। প্রতিনিয়ত ঘটে ছোট বড় দুর্ঘটনা ফলে রাস্তার সংস্কার হোক দ্রুত চাইছেন এলাকাবাসী।
এ প্রসঙ্গে শনিবার বকপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শহিদুল শেখ জানান, জেলা পরিষদ এই রাস্তাটি তৈরি করেছিল, যে সংস্থা টেন্ডার পেয়েছিল তারা নিম্ন সামগ্রী ব্যবহার করার জন্যই রাস্তাটির দ্রুত খারাপ হয়ে গেছে।
আমরা উচ্চ পর্যায়ের সমস্ত স্তরে বিষয়টি নজরে এনেছি। এলাকার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ বিষয়টি জানেন, এপ্রিলের মধ্যে কাজ শুরু হবার কথা থাকলেও এখনো পর্যন্ত শুরু হয়নি, তবে দ্রুত রাস্তা তৈরীর কাজ হবে জানিয়েছেন তিনি।