নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: সোমবার ৮, ডিসেম্বর :: বকেয়া বেতন এবং আটকে থাকা পিএফ-এর টাকা প্রদানের দাবীতে আন্দোলনে নামলেন মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে অস্থায়ী চুক্তি ভিত্তিক কর্মীরা। আন্দোলনের অঙ্গ হিসেবে কাজ বন্ধ করে বিক্ষোভ দেখালেন সোমবার।
এদিন আন্দোলনকারী অস্থায়ী চুক্তি ভিত্তিক কর্মীরা মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালের সুপারের ঘরের সামনে বিক্ষোভ দেখান। তারা কোম্পানীর এক প্রতিনিধিকে কাছে পেয়ে তাকে ঘিরে নিজেদের ক্ষোভ-বিক্ষোভের কথা জানান দেন।
বিক্ষোভকারীদের অভিযোগ, তারা এক ঠিকাদার সংস্থার অধীনে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে কাজ করেন। কিন্তু কাজ করার পরেও গত আড়াই মাস ধরে বেতন পাননি। পি.এফ-এর টাকা আটকে রাখা হয়েছে।
এর প্রতিবাদেই তারা কাজ বন্ধ করে আন্দোলন করছেন। বিক্ষোভ দেখাচ্ছেন। তাদের একটাই দাবী অবিলম্বে বকেয়া বেতন সহ পি.এফ প্রদান করতে হবে।

