নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: খণ্ডঘোষ :: মঙ্গলবার ৯,সেপ্টেম্বর :: এদিন পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লকের শাঁখারী দুই অঞ্চলের বেশ কিছু পরিবার সহ আদিবাসী সংগঠন ভারত জাকাত মাঝি পরগনা মহল বকেয়া বৈদ্যুতিক বিল মুকুবের দাবিতে সরব হয়ে বাঁকুড়া মোড় সাব স্টেশনের স্টেশন ম্যানেজারের কাছে একটি স্মারক লিপি প্রদান করেন।
জানা যায় মূলত তাদের দাবি শাঁখারী দুই অঞ্চলের বারটি পরিবারে বৈদ্যুতিক বিল যা আসে তা তাদের সাধ্যের বাইরে, তাই তারা বিল মুকুবের দাবি জানান।
এদিন বাঁকুড়া মোড়ে সাব স্টেশনে এসে তারা জড়ো হয় এবং স্মারকলিপি প্রদান করেন। বাঁকুড়া মোড় সাব স্টেশনের ম্যানেজার এবং খন্ডঘোষ সমষ্টি উন্নয়ন আধিকারিক উপস্থিত ছিলেন।
খণ্ডঘোষ সমষ্টি উন্নয়ন আধিকারিক পেয়ে তারা আর্জি জানান খন্ডঘোষ এলাকায় একটি আদিবাসী সম্প্রদায়ের জন্য কমিউনিটি হল গড়ার , এছাড়াও বেশ কিছু রাস্তাঘাটের জন্য তারা আর্জি জানান সমষ্টি উন্নয়ন আধিকারিক এর কাছে।
স্মারকলিপি প্রদান করে ভারত জাকাত মাঝি পরগনা মহল এর পক্ষ থেকে জানানো হয় তাদের বকেয়া বৈদ্যুতিক বিল মকুব করা হবে বলে জানানো হয়েছে।
বাঁকুড়া মোড় সাব স্টেশনের স্টেশনে ম্যানেজার বলেন, আজ শাখাড়ি দুই অঞ্চলের বেশ কয়েকটি পরিবারের বকেয়া বৈদ্যুতিক বিল মকুবের দাবীতে আমার কাছে ডেপুটেশন দেন এবং আমরা আমাদের দপ্তরের নিয়ম-নীতি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করব।