নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দুর্গাপুর :: ১৪ই, এপ্রিল :: কারোর এক মাস আবার কারোর বা দুই তিন মাস ধরে বকেয়া বেতন মিলছে না, ইএসআই, পিএফের টাকা কাটা হলেও মিলছে না সেই সরকারি পরিষেবা। প্রতিবাদে কাজ বন্ধ করে দিয়ে দুর্গাপুর নগর নিগমের সাফাই কর্মীরা দুর্গাপুর নগর নিগমের মূল গেটের সামনে আন্দোলনে সামিল হলেন।
যতক্ষণ না পর্যন্ত বকেয়া না মিলছে ততক্ষন আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে দুর্গাপুর নগর নিগমের সাফাই কর্মী ও জঞ্জাল সংগ্রহ গাড়ির চালকরা। গত মাসে এই সাফাই কর্মীরা আন্দোলনে সামিল হয়েছিলেন, সেইবার দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মন্ডলী চেয়ারপারসন আলোচনায় বসে বকেয়া মিটিয়ে দেওয়ার আশ্বাস দিয়েছিলেন ।
কিন্তু অভিযোগ সেই কথাও রাখা হয়নি, উল্টে মাসের পর মাস বকেয়া রয়ে গেছে বেতনের একটা অংশ। ইএসআইএর টাকা জমা না পড়ায় চিকৎসার অভাবে মৃত্যু হয়েছে দুই জন সাফাই কর্মীর।আজ উত্তেজিত সাফাই কর্মীরা দুর্গাপুর নগর নিগমের মূল গেটের সামনে তুমুল বিক্ষোভ শুরু করে দেয় বকেয়া মিটিয়ে দেওয়ার দাবিতে। এই কর্মবিরতি আন্দোলনের জেরে শহরের ৪৩ টি ওয়ার্ডের নাগরিক পরিষেবা মুখ থুবড়ে পড়ার আশংকা তৈরী হয়েছে।