নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বক্রেশ্বর :: শনিবার ২,আগস্ট :: দুবরাজপুর ব্লকের সদাইপুর থানার অন্তর্গত বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে একটি অজগর উদ্ধার করেন সর্পপ্রেমী অমিত শর্মা। গতকাল রাতে বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্রের জি.এম. বিল্ডিং-এর রাস্তার পাশে থাকা একটি গাছের নিচে থেকে উদ্ধার করা হয় এই অজগরটিকে।
সর্পপ্রেমী অমিত শর্মা জানান, অজগরটি কম বয়সী এবং প্রায় সাড়ে পাঁচ ফুট লম্বা। অজগরটি সম্পূর্ণ সুস্থ অবস্থায় রয়েছে। দুবরাজপুরের বনদপ্তরের কর্মীদের হাতে এই অজগরটিকে তুলে দেন সর্পপ্রেমী অমিত শর্মা।
তিনি জানান, এই বর্ষার সময় অনেক সাপ বের হয়। তবে আপনারা ভয় করবেন না এবং সাপ মারবেন না। বনদপ্তরের পক্ষ থেকে এই অজগরটিকে আজ বৈকালে অনুকূল পরিবেশে ছেড়ে দেওয়া হবে বলে জানান তিনি।