নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বক্রেশ্বর :: বুধবার ৯,অক্টোবর :: মহাপঞ্চমীর সন্ধিক্ষণে মায়ের আগমনী যাত্রা শুরু হয়ে গেছে, প্রতিটি জেলায় জেলায় পাড়ায় পাড়ায় গ্রামেগঞ্জে।মা মর্তে আসার আনন্দে শুধু পশ্চিমবঙ্গে নয়, সারা বিশ্বের বাঙালি হিন্দুরাই এই উৎসব আড়ম্বরের সঙ্গে পালন করেন।
মা দুর্গা মহিষাসুরকে বধ করেছিলেন। তাই বিশ্বাস করা হয় এই পুজোয় অশুভ শক্তির বিনাশ ঘটিয়ে শুভ শক্তির সঞ্চার হয়।প্রতিটি জায়গার পাশাপাশি বীরভূমের বক্রেশ্বর ধামেও সেই একই চিত্র।আর তার মধ্যেই এখন থেকেই বীরভূমের বক্রেশ্বর ধামে মায়ের আরাধনা শুরু হয়ে গেছে।
বক্রেশ্বর শিবাজী ক্লাবের পুজো এ বছর ৩০ তম বর্ষে পদার্পণ করতে চলেছে, বেশ জাকজমকপূর্ণ এবং আনন্দের সাথে পালিত হবে এবারের পূজো।। তাদের এবারের ভাবনা কেদারনাথ ধাম।