নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বক্রেশ্বর :: শুক্রবার ৮,মার্চ :: মহা শিবরাত্রি একটি উল্লেখযোগ্য হিন্দু উদযাপন। ভগবান শিবকে সম্মান করে এবং প্রতিবছর ফাল্গুন মাসের অন্ধকারে এই মহা শিবরাত্রি উদযাপন করা হয়।।শিব ভক্তদের কাছে এই মাসটি উৎসবের চেয়ে কোনও অংশে কম নয়।
শিবের আরাধনা করে তাঁর আশীর্বাদ লাভের চেষ্টা করেন সকলে। সুখ, শান্তি ও সমৃদ্ধিতে পরিপূর্ণ জীবন কাটানোর প্রার্থনা করেন সকলে। শিব পুরাণে এ ভাবে জীবন কাটানোর পথ দেখানো হয়েছে। শিবরাত্রির উপবাস করলে ব্যক্তি ভোগ ও মোক্ষ উভয় লাভ করতে পারে। এর ফলে মহান পুণ্য পাওয়া যায়।
পুণ্যকর্ম করলে ভাগ্যোদয় হয় এবং ব্যক্তি সুখ লাভ করতে পারে। আর ইতিমধ্যেই তার প্রস্তুতি প্রতি জায়গার মতো শুরু হয়ে গেছে বেশ ধুমধাম এর সাথে বীরভূমের বক্রেশ্বরে | সেখানে দেখা যায় প্রস্তুতি একেবারেই তুঙ্গে।। এখানে কাল সকলে মহিলারা মিলে শিবের মাথায় জল ঢেলে পুজো করবেন।
এক পুরোহিত জানান শুক্রবার শিবচতুর্দশী সময় পড়ছে ৭টা ৫৬ মিনিট ৫৮ সেকেন্ডে এবং শনিবার প্রায় সারাদিনই থাকবে শেষ হবে ৫টা ৪১ মিনিট ৫৭ সেকেন্ডে। আটটায় পুজোতে বসবেন পুরোহিতরা।। দর্শনার্থীদের জন্য সারারাত মন্দিরের প্রবেশ দ্বার খোলা থাকবে। তিনি আরো জানান কড়া প্রশাসনিক ব্যবস্থায় মু ড়ে ফেলা হবে গোটা মন্দির চত্বরকে সব রকমেরই ব্যবস্থা থাকবে এখানে।