নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: রামপুরহাট :: বগটুই গনহত্যা কাণ্ডে যোগ অস্বীকার আনারুল হোসেন এর।বগটুই ঘটনায় ষড়যন্ত্র তত্ত্ব অনারুলের।।ঘটনার সাথে তার কোনো যোগ নেই বললেন তিনি।।বর্তমানে বগটুই গণহত্যা কাণ্ডের ভার রয়েছে সি বি আই এর হাতে, এবং সিবিআই যে চার্জশিট জমা দিয়েছে তাতে আনারুল হোসেনের নাম আছে ।
আজকে রামপুরহাট উপসংশোধনাগার থেকে যখন সিউড়ি নিয়ে যাওয়া হয় সেই সময় সাংবাদিক দের প্রশ্নে তিনি বলেন এই ঘটনায় তার কোনো যোগ নেই,তার বাড়ি ঘটনাস্থল থেকে ৫ কিলোমিটার দূরে পাশাপাশি তিনি বলেন ষড়যন্ত্রকারীরা তাকে ফাঁসিয়েছেন সময় এলে নাম করবেন