সুফল চন্দ :: সংবাদ প্রবাহ :: চুঁচুড়া :: সাহিত্যসম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৮৫ তম জন্মদিবস হুগলী মহসীন কলেজ এবং প্রাক্তনী সমিতি শ্রদ্ধার সাথে পালন করলো। বঙ্কিমচন্দ্রের অবয়ব মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানালেন বিধায়ক তথা কলেজ গভর্নিং কমিটির সভাপতি অসিত মজুমদার ।অধ্যক্ষ পুরুষোত্তম প্রামাণিক, প্রাক্তন পুরপ্রধান গৌরীকান্ত মুখার্জী, প্রাক্তনী সমিতির সম্পাদক মোহনলাল ঘোষসহ বিশিষ্ট জনেরা। বঙ্কিমচন্দ্র ১৮৩৪ সালে দেশমুখো গ্রামে জন্মগ্রহন করেন। ১৮৪৯ সালে তিনি চুচুঁড়ায় শিক্ষালাভের জন্য মহসীন কলেজে ভর্তি হন।
সেইসূত্রে বঙ্কিমচন্দ্রের সাথে চুচুঁড়ার যোগাযোগ ছিল নিবিড়। আবার তিনি আদালতে চাকুরী সূত্রে জোড়াঘাটে বাসা ভাড়া করে থাকতে থাকেন এবং ওই বাড়ীতেই তিনি সঙ্গীতজ্ঞদের সাথে নিয়ে বন্দেমাতরম সঙ্গীতের সুর সৃষ্টি করেছিলেন।তাছাড়া চুচুঁড়ায় বসেই তিনি আনন্দমঠ রচনা করেন। এই সাহিত্য সম্রাটের জন্মদিন পালন হুগলী কলেজের কাছে বিশেষভাবে আনন্দের। কলেজের ছাত্রীরা বন্দেমাতরম সঙ্গীত পরিবেশন করে অনুষ্ঠান স্হলটিতে ভাবগম্ভীর পরিবেশের সৃষ্টি করে।
রবিবারের এই অনুষ্ঠান হতে অধ্যাপক আশিসকুমার বসুর লেখা হুগলী মহসীন কলেজের গর্বের প্রাক্তনী বইটি প্রকাশ করে স্বাধীনতা দিবসের দিন আর একটি পুস্তক প্রকাশের কথা বললেন বিধায়ক অসিত মজুমদার।