বঙ্কিম ভবনের সামনে বিতর্ক ! সাহিত্য সম্রাটের মূর্তিতে ছাউনি দিতে গিয়ে তির্যক মন্তব্য কাউন্সিলরের

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: চুঁচুড়া :: শুক্রবার ১৭,অক্টোবর :: হুগলির ঐতিহ্যবাহী জোড়া ঘাটের বঙ্কিম ভবনের সামনে দাঁড়িয়ে রয়েছে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আবক্ষ মূর্তি— যেখানে তিনি কর্মজীবনে বসেই রচনা করেছিলেন স্বাধীনতার মূলমন্ত্র ‘বন্দেমাতরম’।বহুদিন ধরে রোদ-বৃষ্টি ও ধুলোবালিতে নোংরা হয়ে পড়েছিল সেই মূর্তিটি। সমাজসেবী সুকুমার উপাধ্যায় উদ্যোগ নেন মূর্তির উপর ছাউনি তৈরির কাজ । সেই কাজ চলাকালীনই স্থানীয় কাউন্সিলর মিতা চ্যাটার্জি বিতর্কিত ভাবে তির্যক ভাষায় মন্তব্য করেন সুকুমারবাবুর প্রতি।

যদিও সমাজসেবী বিষয়টি নিয়ে প্রকাশ্যে মুখ খোলেননি। কাউন্সিলরের বক্তব্য ও পৌরপ্রধানের প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে তারা বলেন, বিষয়টি খতিয়ে দেখা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five − 1 =