বঙ্গতনয়ার দুর্ধর্ষ বলিং, অল্প রানের পুঁজি নিয়ে শ্রীলঙ্কাকে হারালো ভারত, এশিয়ান গেমসে দ্বিতীয় স্বর্ণপদক জয়

স্পোর্টস ডেস্ক :: সংবাদ প্রবাহ :: সজল দাশগুপ্ত  :: মঙ্গলবার ২৬,সেপ্টেম্বর :: এশিয়ান গেমসে এবার মহিলা ক্রিকেট দল ভারতকে এনে দিল দ্বিতীয় সোনা। হারমন প্রীত, স্মৃতি মন্ধনারা ভারতকে এনে দিল সোনা। এদিন ফাইনালে শ্রীলংকার মুখোমুখি হয়েছিল ভারত। প্রথমে ব্যাট করতে নেমে ভারত শ্রীলংকার আটোসাটো বোলিং এর সামনে খুব একটা সুবিধা করে উঠতে পারেনি।নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১১৬ রান তোলে। জিততে হলে করতে হবে ১১৭ রান, এই লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে নামে শ্রীলংকা। লক্ষ্যমাত্রা খুব একটা বেশি নয়, রীতিমত চাপে ছিল ভারতীয় দল। তবে একার কাঁধেই দায়িত্ব তুলে নেন বঙ্গ তনয়া তিতাস দাস। তার দুর্দান্ত বোলিংয়ের সামনে শ্রীলংকান ব্যাটসম্যানরা খেই হারিয়ে ফেলেন। ঘূর্ণি পিছে তিতাসের বোলিংয়ের কাত শ্রীলঙ্কান ব্যাটিং অর্ডার।

তিনটি উইকেট দখল করেন বঙ্গ তনয়া তিতাস দাস। তার বোলিং ৪ ওভার ৬ রান ৩ উইকেট। অনবদ্য বোলিং এর কারনে এত অল্পরানের পূঁজি নিয়েও শ্রীলঙ্কাকে হারিয়ে দিল ফাইনালে।

শ্রীলংকান ইনিংস ৯৫ রানে শেষ হয়ে যায়। ভারত ফাইনাল ম্যাচ জিতে নেয়। একইসঙ্গে এশিয়ান গেমসে মহিলাদের ক্রিকেটে স্বর্ণপদক জিতে নিল ভারত। প্রসঙ্গত আজ শুটিংয়ে প্রথম স্বর্ণপদক পায়, তারপরেই মহিলাদের ক্রিকেটে স্বর্ণপদক জয়। নিঃসন্দেহে আজ ভারতীয়দের কাছে যথেষ্ট গর্বের দিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen − seven =