নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ত্রিবেনী :: বুধবার ১২,ফেব্রুয়ারি :: ত্রিবেণী কুম্ভ মেলা ২০২৫ পশ্চিমবঙ্গের হুগলি জেলার ত্রিবেণী সঙ্গমে অনুষ্ঠিত হচ্ছে। মাঘ মাসের সংক্রান্তিতে শুরু হওয়া এই মেলা ১১ ফেব্রুয়ারি থেকে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।
আজ দ্বিতীয়ার্ধে সাধু-সন্তদের আগমন, হোম কুণ্ডে যজ্ঞ এবং ধর্ম সম্মেলনের আয়োজন করা হয়। আজ ১২ ফেব্রুয়ারি নগর কীর্তনের পর অনুষ্ঠিত হবে অমৃত স্নান। মেলার শেষ দিন, ১৩ ফেব্রুয়ারি, ধর্ম আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে মেলা সমাপ্ত হবে।
মেলায় আগত ভক্তদের সুবিধার্থে প্রশাসন বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে। আজ দ্বিতীয় দিনে কুম্ভ স্নানে বহু পুণ্যার্থী স্নান করতে গিয়ে অসুস্থ হয়ে পড়ে কেউবা আবার পড়েও যায়। মাধ্যমিক পরীক্ষার সময় মেলা চলায়, পরীক্ষার্থীদের অসুবিধা এড়াতে মেলা সংলগ্ন চারটি পরীক্ষাকেন্দ্র স্থানান্তর করা হয়েছে।
আজ এই বঙ্গীয় ত্রিবেণী কুম্ভ স্নান মহোৎসবে গঙ্গার জলে নেবে মাথায় জল ছিটিয়ে পুন্য অর্জন করলেন হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় সঙ্গে উপস্থিত ছিলেন সপ্তগ্রাম বিধানসভার বিধায়ক তপন দাশগুপ্ত