সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: বকখালি :: বুধবার ১৫,অক্টোবর :: গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়ে আবারও ঘটল অঘটন! বঙ্গোপসাগরে উত্তাল ঢেউয়ের কারণে ডুবে গেল একটি ট্রলার। স্থানীয় সূত্রে জানা যায়, মা চন্ডী নামে ওই ট্রলার মঙ্গলবার ১৮ জন মৎস্যজীবীকে নিয়ে গভীর সমুদ্রে মাছ ধরার উদ্দেশ্যে পাড়ি দেয়।
বঙ্গোপসাগরে মাছ ধরার সময় বকখালি থেকে ৩৫ কিলোমিটার দূরে উত্তাল ঢেউয়ের কারণে ট্রলারটি একটি চরে ধাক্কা লেগে ডুবে যায়। ওই ট্রলারে থাকা মৎস্যজীবীরা প্রাণ বাঁচানোর তাগিদে চিৎকার শুরু করে। তাদের আর্ত চিৎকার শুনে তড়িঘড়ি আশপাশে থাকা অন্যান্য মৎস্যজীবী ট্রলার সাহায্যের জন্য এগিয়ে আসে।১৮ জন মৎস্যজীবীর মধ্যে ১৬ জনকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয় । এই দুর্ঘটনায় কমল জানা ও দেবকুমার কর নামে দুজন মৎস্যজীবী নিখোঁজ হয়ে যায়। তাদের খোঁজে জোর তল্লাশি শুরু হয় । দুজনেই বাড়ি ফ্রেজারগঞ্জ উপকূল থানার অন্তর্গত দেবনিবাস এলাকায়। এরই মধ্যে বুধবার দুপুরে কমল জানার মৃতদেহ উদ্ধার হয় ।
যদিও এখনো পর্যন্ত নিখোঁজ দেবকুমার কর। তার খোঁজে সমুদ্রে চলছে তল্লাশি। এর পাশাপাশি উদ্ধার হওয়া ১৬ জন মৎস্যজীবীদের নিরাপদে উদ্ধার করে বন্দরে নিয়ে আসা হয় । সেখান থেকে তাদের প্রাথমিক চিকিৎসা করানোর জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয় ।