নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হাড়োয়া :: মঙ্গলবার ২৫,ফেব্রুয়ারি :: উত্তর ২৪ পরগনার হাড়োয়া বিধানসভার গোপালপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের ১৫ টি গ্রাম সদস্যের মধ্যে ভুবনপুর গ্রামের সমস্ত উন্নয়নমূলক কাজ ঢালাই রাস্তা ড্রেন পুকুরের গার্ডোয়াল রাস্তার আলো সব কাজই অঞ্চল সভাপতি বাকবুল কালাম মুন্সী তার সংসদীয় এলাকা ও তার বাড়িতে কাজ করা হয়েছে বলে অভিযোগ।
ভুবনপুর এলাকায় রাস্তার কাজ অনুমোদন হলেও রাস্তার বোর্ড বসলেও রাস্তা হয়নি পরে গ্রামবাসীরা জানতে পারে রাস্তা হয়েছে কিন্তু অঞ্চল সভাপতির এলাকায়।
বছরের পর বছর ভুবনপুর এলাকায় কোন কাজই হয়নি বলে অভিযোগ। এক সংসদীয় এলাকার কাজ অন্য সংসদে টাকার বিনিময় করা হয়েছে বলে অভিযোগ।
একাধিকবার পঞ্চায়েত ও ব্লকে জানিয়েও কাজ হয়নি বলে অভিযোগ। এলাকায় কোন উন্নয়নমূলক কাজ হয়নি বলে ক্ষোভ জমছে এলাকার মানুষের মধ্যে।
পঞ্চায়েত প্রধান নিজের স্ত্রী ও অঞ্চল সভাপতি বাগবুল কালাম মুন্সি তাই সমস্ত কাজ তার ইচ্ছাতেই হয় বলে অভিযোগ ।
কিন্তু সমস্ত অভিযোগ অস্বীকার করে অঞ্চল সভাপতি বাগবুল কালাম মুন্সী বলেন সবটাই রাজনৈতিক চক্রান্ত তাকে রাজনৈতিকভাবে পেরে উঠছে না বলে কুৎসা রটানো হচ্ছে অঞ্চল সভাপতি এর বিরুদ্ধে। এলাকায় অনেক উন্নয়নমূলক কাজ হয়েছে ধাপে ধাপে আরও কাজ হবে।