বছরের প্রথম দিন পিকনিকে মাতলো হুচুক ডাঙ্গা পিকনিক স্পট l দামোদর তীরে এই পিকনিক স্পটে উৎসব শুরু হয়েছে বর্ষ বরণের l

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: আসানসোল :: বুধবার ১,জানুয়ারি :: বছরের প্রথম দিন পিকনিকে মাতলো হুচুক ডাঙ্গা পিকনিক স্পট l দামোদর তীরে এই পিকনিক স্পটে উৎসব শুরু হয়েছে বর্ষ বরণের l

শিল্পাঞ্চলের নানা প্রান্তের মানুষ যেমন রয়েছে এখানে, তেমন নানা একাডেমি ও স্কুলের ছাত্র ছাত্রী ও শিক্ষক অভিভাবকরাও যোগ দিয়েছেন পিকনিকে l বর্ষ বরণ কে কেন্দ্র করে ভীড় উপচে পড়ছে হুচুক ডাঙায় l চলছে নৌকোবিহার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 − one =