বছরের শেষ দিনে সব কষ্ট মুছে যাওয়ার স্বপ্ন রেখে যৌন পল্লীকে সাজিয়ে তুলে লছিপুরের যৌনকর্মীরা নতুন সূর্যোদয়ের আশায়

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: আসানসোল :: বুধবার ১,জানুয়ারি :: এক কথায় বলতে গেলে সারা বছর অত্যাচার নিপীড়ন তাদের শরীরকে খাবলে ছিঁড়ে খাওয়া, এই পৃথিবীর মানুষের কাছেই তারা নতুন স্বপ্ন নিয়ে ছুটে যায়। আগামী বছর বদলে যাবে সবকিছু হয়তো… হয়তো বা।

হয়তো শুধু স্বপ্নই থেকে যাবে, তবু একটু ভালোভাবে বাঁচার আশায় নতুন বছরের দিকে উচ্ছ্বাস নিয়ে তাকিয়ে থাকা….প্রায় তাদের উপর মারের ঘটনা ঘটে থাকে কিন্তু লোক লজ্জায় সেটিকে বহিঃপ্রকাশ করতে পারেনা,

পরম নীরবতায় কান্নায় ফুঁপিয়ে ওঠা শরীর নিয়ে আবার নতুন করে সাজতে বসে। সারা বছর এইসব যন্ত্রণা থেকে তারা নতুন সূর্যোদয়ের আশায় তাকিয়ে থাকে নতুন ভোরের কামনায় আজকের এই রাতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

8 − one =