নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দুর্গাপুর :: শুক্রবার ৮,নভেম্বর :: বছর পঞ্চাশের মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তিকে উদ্ধার করে তার পরিবারের হাতে তুলে দিল কাঁকসা থানার পুলিশ । আউসগ্রাম ২ নম্বর ব্লকের এরাল গ্রামের বাসিন্দা বশিরউদ্দিন গত সোমবার তার মামার বাড়ি থেকে বাড়ি যাবে বলে বের হয়।
কিন্তু সে বাড়ি না পৌঁছে মানসিক অসুস্থতার জন্য সেই কাঁকসার রাজবাঁধ এলাকায় এসে পৌঁছায়। স্থানীয় বাসিন্দারা অপরিচিত ব্যক্তিকে এদিক-ওদিক ঘোরাফেরা করতে দেখে ও তার মানসিক অবস্থা কথা জানতে পেরে কাঁকসা থানার পুলিশকে খবর দেয় কাঁকসা থানার পুলিশ বুধবার রাতে ওই ব্যক্তিকে থানায় নিয়ে আসে।
ওই ব্যক্তির পরিচয় ও বাড়ির ঠিকানা জানার পর তার বাড়ির লোকজনদের খবর দেয়া হয়। বুধবার আগেই আউজ গ্রামের এড়াল থেকে তার দাদা মইনুদ্দিন কাঁকসা থানায় আসে ও কাঁকসা থানা পুলিশ সমস্ত খতিয়ে দেখে বশির উদ্দিনকে তার পরিবারের হাতে তুলে দেয় ।
দাদা মইনুদ্দিন থানার কাঁকসা থানার পুলিশকে ধন্যবাদ জানায় । এবং তিনি আরো জানান তার ভাই এই মুহূর্তে সুস্থ আছে তাকে পেয়ে তার পরিবার যথেষ্ট আনন্দিত ও খুশি ।