নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কামারহাটি :: বৃহস্পতিবার ৮,জানুয়ারি :: বছর শুরু হতেই বন্ধ হয়ে গেল কামারহাটির প্রবর্তক জুটমিল । রাতারাতি কর্মহীন হয়ে পড়লেন জুটমিলে কর্মরত অন্তত ১০০০ শ্রমিক। যা নিয়ে তীব্র উত্তেজনার পরিস্থিতি তৈরি হয় প্রবর্তক এলাকায়।
কারখানার গেটে শ্রমিকদের উদ্দেশ্যে টাঙিয়ে দেওয়া হয়েছে নোটিশও। যাতে লেখা রয়েছে অনির্দিষ্টকালের জন্যে বন্ধ করা হলো প্রবর্তক জুটমিল লিমিটেড। তার ফলে রাতারাতি মাথায় আকাশ ভেঙে পড়ে শ্রমিকদের।
কিভাবে চলবে সংসার। কবে আবার খুলবে কারখানার দরোজা। কবে আগের মত কাজে আসবেন শ্রমিকরা। এমনই একাধিক প্রশ্নের উত্তর জানতে কারখানার গেটে ক্ষোভে ফেটে পড়েন শ্রমিকেরা।
কিন্তু কেন বন্ধ করা হল মিল? সে বিষয়ে কিছু জানানো হয়নি বলেই দাবি শ্রমিকদের। এরপরেই উত্তেজনা ছড়িয়ে পড়ে। রাস্তায় নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেন শ্রমিক। যার জেরে তীব্র যানজটের পরিস্থিতি তৈরি হয়।
কাজ হারানো শ্রমিকদের দাবি, কারখানায় কাঁচা পাট রয়েছে। ঠিকমতো সবকিছু চলছিল। এরপরেও কেন বন্ধ হল মিলের গেট? ধোঁয়াশায় শ্রমিকরা। শুধু তাই নয়, নতুন বছর।
ছেলে মেয়েদের স্কুলে ভর্তি চলছে। মিল বন্ধ হওয়ায় কীভাবে তাঁদের পড়াশোনা চালাব? তা নিয়েও চিন্তিত শ্রমিকরা। বিটি রোড অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন শ্রমিকরা।

