নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বজবজ :: বুধবার ১৯,ফেব্রুয়ারি :: বজবজের চড়িয়াল মোড়ে ট্রাফিকে ডিউটি করত ওই সিভিক ভলেন্টিয়ার। আজ আহত সিভিক ভলেন্টিয়ার কর্মরত থাকা অবস্থায় হঠাৎই ধারালো অস্ত্র দিয়ে এক ব্যক্তি আঘাত করে।
প্রত্যক্ষদর্শিরা জানান চড়িয়ালের ৭৬ রোডের দিক থেকে অভিযুক্ত ব্যক্তি নিজের হাতে একটি বাজারের ব্যাগে করে ধারালো অস্ত্র নিয়ে আসে। এরপর হঠাৎ এই চড়িয়াল মোড়ে কর্মরত ওই সিভিক কে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে।
স্থানীয়রা দেখতে পেয়ে তড়িঘড়ি ছুটি আসে। এর পাশাপাশি ট্রাফিকের আধিকারিকরা অভিযুক্তকে হাতেনাতে ধরে ফেলে। অভিযুক্তকে থানায় নিয়ে যাওয়া হয় আটক করে। আহত সিভিক ভলেন্টিয়ার কে বজবজের একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য।