নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বজবজ :: শুক্রবার ২৯,নভেম্বর :: স্থানীয়দের অভিযোগ গতকাল রাত আড়াইটা নাগাদ ওই যৌনকর্মীর সাথে বিকি নামক একটি ছেলের ঝগড়াও মারামারি হয়। যেহেতু বিকির সাথে মৃত যৌনকর্মীর প্রায়শই ঝামেলা হতো সেই কারণে স্থানীয়রা রাতে কেউ বাইরে বেরোয়নি।
বেশ খানিকক্ষণ পর বিকি আশপাশের লোকজনদের ডাকে এবং বলে অপর্না গলায় দড়ি দিয়েছে। তাতেই সন্দেহ হয় স্থানীয়দের। স্থানীয়দের দাবি বিকির মার ধরেই অপর্ণার মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে আসে বজবজ থানার পুলিশ।
দেহ উদ্ধার করে বজবজ পৌর হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। বিকিকে আটক করার পাশাপাশি দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।