নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কুলপি :: বুধবার ১০,ডিসেম্বর :: বজরংবলীর মূর্তি ভাঙাকে কেন্দ্র করে উত্তেজনা কুলপির সিংহের হাট এলাকায়। মূর্তি ভাঙার ঘটনা প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভ গ্রামবাসীদের। ঘটনাস্থলে কুলপি থানার বিশাল পুলিশ বাহিনী।
স্থানীয় সূত্রে জানা যায় কুলপি থানার অন্তর্গত সিংহেরহাট এলাকায় কয়েক দশকের পুরানো একটি হনুমান মন্দির এলাকায় ছিল।
মঙ্গলবার রাতে কে বা কারা ওই মন্দিরে বজরংবলীর মূর্তি ভেঙে দিয়েছে। বুধবার সকালে এলাকাবাসীদের নজরে আসে বিষয়টি এরপর মূর্তি ভাঙ্গার ঘটনার খবর মুহূর্তের মধ্যে দাবানলের আগুনের মতন গোটা এলাকায় ছড়িয়ে পড়ে।
এই ঘটনা তীব্র প্রতিবাদ জানিয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছে এলাকাবাসীরা। বিক্ষোভের জেরে ডায়মন্ড হারবার ১১৭ নম্বর জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে পড়েছে। এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে কুলপি থানার পুলিশ।
কুলপি থানার পুলিশ সূত্রে জানা যায়, সম্পূর্ণ বিষয় খতিয়ে দেখা হচ্ছে এলাকার সিসিটিভি ফুটেজ চেক করার কাজ ইতিমধ্যেই শুরু করা হয়েছে। এই ঘটনার সঙ্গে যে বা যারা যুক্ত থাকুক তাদেরকে অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে এলাকাবাসীরা।

