কুমার মাধব :: সংবাদ প্রবাহ :: মালদহ :: ০৯,মে :: বট এবং পাইকর গাছ পাশাপাশি থাকলে বিয়ে দিতে হয়। যুগ যুগ ধরে চলে আসছে সেই প্রথা। প্রথা মেনে গত ১০ বছর আগে বট গাছের সাথে পাইকর গাছের বিয়ে দিয়েছিলেন গ্রামবাসীরা। শনিবার বট পাইকরের বিবাহবার্ষিকী উৎসব। তাই সকাল থেকেই উৎসবের আমেজে মেতে ছিলেন মালদার ইংলিশ বাজারের ঝলঝলিয়ার সুকান্ত পল্লী এলাকার বাসিন্দারা।
রাতে অনুষ্ঠিত হয় বিবাহ বার্ষিকী অনুষ্ঠান। হাতে যৌতুক নিয়ে উৎসবে সামিল হয়েছিলেন স্থানীয়রা। বিবাহ বার্ষিকী উপলক্ষে পেট পুরে খাওয়া-দাওয়ার ব্যবস্থা ছিল। সব মিলিয়ে বট পাইকরের বিবাহ বার্ষিকী বর্তমান যুগের নব দম্পতিদের বিবাহ বার্ষিকেও হার মানিয়ে দিল।