নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কান্দি :: মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমার বড়ঞা থানার অন্তর্গত সুন্দরপুর গ্রামে শুক্রবারের দিন বিকেলে পণের দাবিতে শাশুড়িকে খুনের ঘটনায় বড়ঞা থানার পুলিশ মোহাম্মদ মেজবাও সালেহী নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করে। ধৃত মোহাম্মদ মেজবাও সালেহীকে শনিবার ১০ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে কান্দি মহকুমা আদালতে পেশ করে বড়ঞা থানার পুলিশ।দশ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে ধৃতকে কান্দি মহকুমা আদালতে পেশ করলে কান্দি মহকুমা আদালতে বিচারক সৈকত সরকার সমস্ত দিক বিচার করে পাঁচদিনের পুলিশ হেফাজতে মঞ্জুর করেন বলে জানিয়েছেন কান্দি মহকুমা আদালতের সরকারি আইনজীবী শুভ্রকুমার মিশ্র।