নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বড়ঞা :: শুক্রবার ৫,এপ্রিল :: বড়ঞার সাহোড়া সঙ্কটেশ্বরী মন্দিরে পূজো দিয়ে দ্বিতীয় দিনের অধিকার যাত্রা কর্মসূচি পালন করলো বড়ঞা ব্লক তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি মাহে আলম। গতকাল থেকেই বড়ঞা ব্লকের দক্ষিণ চক্র জুরে গ্রামে গ্রামে ঘুরে তৃনমূলের এই অধিকার যাত্রার কর্মসূচি সূচনা হয় আর আজ ছিলো তার দ্বিতীয় দিন।
আজ বড়ঞা ব্লকের পাঁচথুপি ও সাহোড়া গ্ৰাম পঞ্চায়েত এলাকার সমস্ত গ্ৰামে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলার পাশাপাশি আসন্ন লোকসভা নির্বাচনে ১০ নম্বর বহরমপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠান কে জেতাতে কোথাও প্রচার কোথাও রিপোর্ট কার্ড বিলি আবার কোথায় বুথ স্তরিও সভাও করতে দেখা গেলো তৃনমূল নেতৃত্বকে।