বড়ঞা বিডিও অফিস চত্ত্বরে সারারাত ধর্ণায় বসে থাকলেন প্রদেশ কংগ্রেস সভাপতি।

রক্তিম সিদ্ধান্ত  :: সংবাদ প্রবাহ :: মুর্শিদাবাদ :: বুধবার ২১,জুন :: বড়ঞা বিডিও অফিস চত্ত্বরে সারারাত ধর্ণায় বসে থাকলেন প্রদেশ কংগ্রেস সভাপতি। কিন্তু কোনো রকম সহযোগিতা করা তো দূরের কথা, সৌজন্যতার খাতিরে কোনো রকম সহানুভূতিটুকুও দেখানো হয়নি প্রশাসনের পক্ষ থেকে।

গরমের রাতে বিডিও অফিস চত্ত্বরে দলীয় কর্মীদের নিয়ে গাছের তলায় বসে রাত কাটালেন কংগ্রেস সাংসদ তথা প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। যেখানে তাঁবু খাটানোর  অনুমতি টুকুও দেওয়া হয়নি প্রশাসনের পক্ষ থেকে বলে অভিযোগ তোলেন অধীর বাবু।

তার দাবি- গতকাল সেখানে যে সমস্ত কংগ্রেস প্রার্থীদের সিম্বল ফর্ম কেড়ে নেওয়া হয়েছে, পুনরায় তাদের সিম্বল ফর্ম জমা দেওয়ার অনুমতি দেওয়া হোক। যদিও এই দাবি না মেনে বড়ঞার ব্লক ডেভেলপমেন্ট অফিসার সরাসরি জানিয়ে দিয়েছেন- ফর্ম জমা দেওয়ার সময়সীমা পেরিয়ে যাওয়ার কারণে সেই অনুমতি দেওয়া কোনো ভাবেই সম্ভব নয়।

তারপরেও নিজের সিদ্ধান্তের জায়গা থেকে অনড় রয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি। তার বক্তব্য- নির্বাচনে যদি বিরোধীদের অংশগ্রহণই করতে দেওয়া না হয় তাহলে এই নির্বাচনের প্রয়োজনই বা কী? এখন দেখার- কী হয় কংগ্রেসের এই প্রতিবাদ, এই আন্দোলনের শেষ অবধি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 + 12 =