নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বালুরঘাট :: মঙ্গলবার ৩১,ডিসেম্বর :: বড়দিনের ছুটি কাটাতে গিয়ে সর্বস্ব হারালেন বালুরঘাটের চকচন্দন এলাকার দুই শিক্ষক পরিবার। ছুটির আনন্দে তালা মেরে গ্রামে গিয়েছিলেন সুপ্রিয় মার্ডি ও এঞ্জেলা সরেন। রবিবার সন্ধ্যায় বাড়ি ফিরতেই চোখে পড়ে ভয়াবহ দৃশ্য—তালা ভেঙে চুরি গেছে ঘরের সমস্ত মূল্যবান জিনিস।
পুলিশ জানিয়েছে এদিন রাতে বাড়ি ফিরতেই সুপ্রিয় মার্ডি ও এঞ্জেলা সরেনের চোখে পড়ে চুরির চিহ্ন। দরজার তালা ভাঙা, আলমারির লকার ফাঁকা। ভেতরে তছনছ করা ঘরের দৃশ্য দেখে কার্যত স্তব্ধ হয়ে যায় দুই পরিবার। তাদের অভিযোগ, “এই এলাকায় নিরাপত্তা বলে কিছুই নেই।
বাড়ি ছেড়ে যাওয়া কি এখন অপরাধ হয়ে গেল? নিজের ঘরেই যদি সম্পত্তি সুরক্ষিত না থাকে, তাহলে কোথায় রাখব?” আমাদের কী সবসময় সোনা আর টাকা সঙ্গে নিয়েই ঘুরতে হবে?”
পরিবারগুলোর আরো দাবি, নগদ অর্থ না থাকলেও প্রায় ১২ ভরি সোনার গহনা লুট করেছে দুষ্কৃতীরা। যে ঘটনায় পুলিশি নিরাপত্তার অভাব নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ক্ষতিগ্রস্তরা। তাদের অভিযোগ, “নিজের বাড়ি ছেড়ে কোথাও যাওয়া কি তাহলে এখন বিলাসিতা হয়ে গেল?