বড়দিনের পর বর্ষবরনে থাকবে না শীতের আমেজ

সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: শনিবার ৩০,ডিসেম্বর :: ভরা পৌষ মাস অথচ কনকনে ঠান্ডা নেই, সেই উত্তরে হওয়ার দাপট আর দেখতে পাওয়া যাচ্ছে না। বড়দিনে শীতের আমেজ ছিল ন, বর্ষবরণের দিনও শীতের আমেজ থাকবে না এ বিষয়ে জানিয়েছে আবহাওয়া দপ্তর।

বাংলাদেশ ও সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণবাত্তের সৃষ্টির কারণে উত্তরে হাওয়ার দাপট কমেছে। কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিক থেকে চার ডিগ্রি বেশি ছিল। দিনের বেলা ও রাতের দিকে শীতের আমেজ মোটামুটি থাকলেও বেলা বাড়লে উধাও ঠান্ডা। মঙ্গলবার এর পর আবারও তাপমাত্রার পারদ নামতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 − two =