সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: বুধবার ২৫,ডিসেম্বর :: বড়দিনে উৎসবমুখর গোটা শহর।শিলিগুড়ির সবচেয়ে পুরনো চার্চ অফ নর্থ ইন্ডিয়ায় চলছে ক্রিসমাস প্রস্তুতি। বড়দিন উপলক্ষে সেজে উঠেছে শিলিগুড়ির সমস্ত চার্চ। চার্চ অফ নর্থ ইন্ডিয়া হল শিলিগুড়ির প্রথম চার্চ, এই চার্চ এর নাম অনুসারে হয়েছে চার্চ রোড।
বড়দিন উপলক্ষে সেই গির্জা ঘর সেজে উঠেছে। কথিত রয়েছে এই গির্জা ঘর শিলিগুড়ির বুকে সর্বপ্রথম গির্জা ঘর। বড়দিন উপলক্ষে দেখা গেল জোড় প্রস্তুতি। মঙ্গলবার বিকাল থেকেই নানান অনুষ্ঠানের আয়োজন ছিল।এছাড়াও প্রভু যীশুর গান বাণী এবং নানান কার্যকলাপের মধ্য দিয়ে চলছে প্রস্তুতি।